First post in Bangla

আলহামদুলিল্লাহ আজকে অভ্র ডাউনলোড করসি। আব্বু অনেক দিন ধরে বলছিল বাংলা টাইপ শিখতে। প্রায় দশ বছর হলো বাংলা লিখি না। ভাষা আল্লাহ সুভহানাহু ওয়া তাআলার বড় নেয়ামত আলহামদুলিল্লাহ। আমি অলশতার কারনে আর অনেক বাস্ততার ফলে বাংলা লেখা প্রায় ভুলে গেছি। বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আশ্ছি ২০০২তে। এক যুগ পার হয়ে গেলো ! সুভানাল্লাহ কত তারাতারি দিন শেষ হোয়ে যাছে।

Comments

Popular posts from this blog

Tajweed notes on makharij

Five years Alhamdulillah :-)

Are we wearing our hijab properly?